Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


নাজিরপুর উপজেলার পটভূমি

 

 নাজিরপুর উপজেলার পটভূমি:

 ঐচিহ্যবাহী পিরোজপুর জেলার  উত্তরাংশে নাজিরপুর উপজেলার অবস্থান মোগল শাসনামলে এ নাজিরপুর একটি পরগনা ছিল। এই পরগনাকে তপ্পে নাজিরপুর বলা হত। ঐতিহাসিক এইচ, বিভারিজ এর মতে এটি এক অতি পুরাতন পরগনা ।এক সময় বাখরগঞ্জ জেলার গৌরনদী থানা পযমত্ম এ পরগনা বিস্তৃত ছিল । ব­কম্যানের মতে নাজিরপুর ছিল অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। তিনি মিঃ বিভারিজ এবং রেড এর অঙ্কিত মানচিত্রের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, দক্ষিন শাহবাজপুর(ভোলা) রতনদি, কালিকাপুরসহ চরকলমি ও বিশাল নাজিরপুর পরগনার অর্ন্তভূক্ত ছিল। ১৭৯৭ সনের ৬ ডিসেম্বর মি. ম্যাসী কর্তৃক ইস্টইন্ডিয়া কোম্পানির সরকারের নিকট পেশকৃত প্রতিবেদনে নাজিরপুর সম্পর্কে র্পূনাঙ্গ তথ্য প্রদান করা হয়েছে। ঐতিহাসিক ইউলিয়াম হান্টারের মতে সেলিমাবাদ পরগনা থেকে নাজিরপুরের উৎপত্তি।

ইতিহাসবিদদের কেউ কেউ মনে করেন , চন্দ্রদ্বীপ হতে নাজিরপুরের সৃষ্টি । দিল্লির মোঘল সম্রাট সেলিম জাহাঙ্গীরের শাসন নামলে সেলিম এর নামানুসারে দক্ষিণ বাংলার সেলিমাবাদ পরগনা সৃষ্টি হয়। বর্ধিত রাজস্ব আদায়ের লক্ষে সেলিমাবাদ পরগনার উত্তর র্পূবাংশে বিশাল বিস্তৃত এলাকা নিয়ে নাজিরপুর উপজেলার সৃষ্টি হয়।