Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কবি সাহিত্যিক (আবুল হাসান)

প্রয়াতঃ কবি আবুল হাসান, পিতা- মোঃ আলতাফ হোসেন, ১৯৪৭ সনে মালিখালী ইউনিয়নে দারিয়া বাড়ী জন্ম গ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবুল হোসেন মিয়া, তিনি ইত্তেফাক, গণবাংলা, জনপদ প্রভৃতি পত্রিকায় চাকুরী করেছেন।  তার গল্প, কবিতা, নাটক ছাড়াও আবুল হাসান প্রবন্ধ  লিখেছেন। দুটি পত্রিকায় অনেক উপসম্পাদকীয় কলাম ও লিখেছেন। ‘রাজা যায় রাজা আসে’ ‘যে তুমি হরণ করো’ পৃথক  পালঙ্ক, কাব্যনাটক ‘ওরা কয়েকজন’ আলোচিত গ্রন্থ। তিনি ১৯৭৫ ২৬ নভেম্বর মৃত্যুবরণ করেন।